মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকে নারীদের রক্ষা করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের শীর্ষস্থানীয় সংগঠন- উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট- উই’র উদ্যোগে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সামিট। সারাদেশ থেকে আসা নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকে নারীদের রক্ষা করতে হবে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উপস্থিত সারাদেশের সফল নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠানে দেশের নারীদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন উইয়ের প্রতিষ্ঠাতা-সভাপতি, নাসিমা আক্তার নিশা। তিনি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের আরো সহযোগিতা চান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নারীদের সুযোগ-সুবিধা অনেক বাড়িয়েছে বলে দাবি করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উইয়ের এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য দু’দিনব্যাপী কর্মশালারও আয়োজন করা হয়।