মোবাইল অ্যাপস-এর মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানাতে উদ্যোগ নেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
মোবাইল অ্যাপস-এর মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানাতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
সকালে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় যুদ্ধক্ষেত্রে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক তৈরী করতে কাজ করছে সরকার। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরী হয়েছে, অল্পসময়ের মধ্যে এই কাজ বাস্তবায়ন হবে। দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরী হয়েছে। এসব কমপ্লেক্সে জেলা ও উপ জেলার মুক্তিযোদ্ধাদের নাম খোদাই করে লেখা হবে বলেও জানান মন্ত্রী।
























