মোড়া তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন খাগড়াছড়ির গ্রামের নারীরা
- আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
মোড়া তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামের নারীরা। ফসলি জমি না থাকায় এখানকার বেশিভাগ মানুষই বাস করেন দারিদ্য সীমার নিচে। তবে নারীরা ক্ষুদ্র ও কুটিরশিল্পের কাজ করে কিছুটা আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন পরিবারে।
জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর থেকে দেড়-দু কিলোমিটার দুরে অবস্থিত কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রাম। দুই গ্রামের অধিকাংশ পুরুষ শ্রমজীবী। কারো ফসলী জমি নেই। আগে পুরুষদের কাজ না থাকলে আর্থিক সংকটে পড়তে হতো পরিবারগুলোকে। কিন্তু এখন সেই অবস্থা নেই। হাল ধরেছেন নারীরা। সংসারের কাজ শেষে মোড়া তৈরী করছেন। এই মোড়া বিক্রয় করে আয় করছেন তারা ।
আর এই আয় দিয়ে পুরুষদের পাশাপাশি সংসারের খরচ চালাচ্ছেন নারীরা। মোড়া তৈরি করে দিন বদলের স্বপ্ন দেখছেন এসব নারীরা। সপ্তাহে একজন নারী দুই থেকে তিন জোড়া মোড়া তৈরি করতে পারে। গড়ে প্রতি জোড়া সাড়ে তিনশ টাকা থেকে ছয়শ টাকায় বিক্রি হয়ে থাকে। একেকজন সপ্তাহে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করে থাকেন। নারীদের তৈরি মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন স্থানীয় কিছু ব্যাবসায়ী। তারা এসব মোড়া সমতলের জেলাগুলোতে বাজারজাত করে থাকেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বাজারে এ মোড়া গুলোর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান ব্যাবসায়ীরা। মোড়া তৈরিতে নারীরা প্রশিক্ষণ পেলে এটি আরো সম্ভাবনাময় শিল্প হয়ে উঠবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। এ কুটির শিল্পকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন স্থানীয় প্রশাসক। সরকারী পৃষ্ঠপোষকতায় মোড়া তৈরি আরো বাড়বে এমন প্রত্যাশা স্থানীয় নারীদের ।