মোখার প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত
- আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত বাড়বে। তবে তিন বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে। ফলে দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগসহ টাঙ্গাইল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ তেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী দু’দিন।