মেয়ের বিয়ের দিন বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। সকালে উপজেলার সীমান্ত ইউনিয়ন গঙ্গাদাসপুরে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটে।
স্থানীয়রা জানায়, মেয়ের বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজনদের ডাকতে বাড়ি থেকে বাইরে যান বাবলু। হঠাৎ পেছন থেকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে জমির উদ্দীন। এতে বাবলু গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, বাবলুর সঙ্গে জমির উদ্দীনের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারী জমিরকে আটক করা হয়েছে।