মেহেরপুরে কৃষকের ঘরে এখন উঠতে শুরু করেছে বোরো ধান। অনুকুল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার ধানের ফলন ভাল হয়েছে। তবে ধানের দাম নিয়ে হতাশ চাষী।
মেহেরপুরে এবার আধুনিক উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষীদের কাংখিত আশা পূরণ করছে। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে চাষীরা হার্ভেস্টারসহ লেবার দিয়ে ধান কাটা-মাড়ায় ব্যাস্ত সময় পার করছে।
চাষীরা বলছেন, এবার বোরো ধানের ফলন খুব ভাল হয়েছে। তবে উৎপাদন খরচ বেশি হয়েছে। সরকারের কাছে ১৪ থেকে ১৫শ টাকা মণ দরে ধান বিক্রির দাবী চাষীদের।
মেহেরপুরে ধান কাটার জন্য শ্রমিকের সংকট নেই। এবার মানুষ হারভেস্টার ম্যাশিন দিয়ে ধান কাটছে। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের।
জেলায় চলতি মৌসুমে ১৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।