মেসি এখন বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ। গেলো এক বছরে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে আছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার।
৩৪ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি গেলো ১ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১ হাজার ১৫৬ কোটি টাকা আয় করেছেন। পিএসজিতে বেতন হিসেবে মেসির উপার্জন ৭৫ মিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন এবং বাণিজ্যিক চুক্তি থেকে আয় ৫৫ মিলিয়ন ডলার। ১২১.২ মিলিয়ন ডলার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে বাস্কেট বল তারকা লেব্রন জেমস। তৃতীয় স্থানে আছে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।সিআরসেভেনের আয় ১১৫ মিলিয়ন ডলার। এছাড়া ৯৫ মিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার। সেরা দশে নেই আর কোন ফুটবলার।