মেয়ে-জামাতার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাশুড়ি
- আপডেট সময় : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৯০৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে মেয়ে-জামাতার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাশুড়ি। গতকাল সন্ধ্যায় উপজেলার মিতইল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা
ঘটে।নিহতের স্বজনরা জানান, বিয়ের পর রাসেল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। বিভিন্ন সময় রাসেল শাশুড়ির কাছে টাকা দাবি করতেন। সম্প্রতি শাশুড়ির কাছে আবারও মোটা অঙ্কের টাকা দাবি করেন রাসেল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে স্ত্রীকে মারপিট শুরু করলে শাশুড়ি মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন। এসময় রাসেল হাতে থাকা লোহার বেড়ি দিয়ে শাশুড়িকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আদমদিঘী থানার ওসি রাজেশ চক্রবর্ত্তী জানান, রাতেই নিহের ভাই হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক ঘাতক রাসেল।
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের আঘাতে মৃত্যু হয়েছে চাচার। গত রাতে ফুলতলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ভাতিজা আশরাফুল ইসলাম রাতে দা দিয়ে তার চাচা কৃষক শেখ মুজিবুর রহমানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারী আশরাফুল পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।