আবারও পেছালো মেট্রোরেলের উদ্বোধনের তারিখ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-সিক্স উদ্বোধনের তারিখ আবারও পিছিয়েছে।
নতুন করে আগামী ৪ নভেম্বর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে এই অংশে মেট্রোরেলের উদ্বোধনের তারিখ তিন দফা পেছানো হলো। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া অনেক স্টেশনই এ মাসেও পুরোপুরি প্রস্তুত হতে পারছে না।