মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
সকালে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদী থেকে ভাসমান ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ৩ শিশুসহ একই পরিবারের চারজন। বৈরী আবহাওয়ায় গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ও নৌ-পুলিশ। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।