মেঘনার ভাঙনে হুমকিতে বিএডিসি গোডাউনের ২৫০ কোটি টাকার সার
- আপডেট সময় : ১০:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ভৈরবে মেঘনার ভাঙনে বিলিন হয়ে গেছে শহরের ১২টি টিনের ঘর। হুমকির মুখে বিএডিসি গোডাউনের ২৫০ কোটি টাকার মজুদকৃত সার। ভেঙ্গে গেছে যমুনা তেলের ডিপোর কিছু অংশ। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার ভোর থেকে হঠাৎ ভৈরব সেতু ও বন্দরের মাঝের অংশে শুরু হয় মেঘনা নদীর ভাঙ্গন। নদীর পাড়ে গড়ে উঠা বসতিরা ঘুম ভেঙে জীবন বাঁচাতে পারলেও রক্ষা হয়নি স্থাপনার। মুহূর্তে’ই তলিয়ে গেছে ঘর ও আসবাবপত্র। ভাঙনের ৮ মিটার দূরে বিএডিসি গোডাউন। যেখানে মজুদ রয়েছে ২’শ ৫০ কোটি টাকার আমদানি করা টিএসপি, ডিএপি ও এমওপি সার।
অন্যদিকে যমুনা ও মেঘনা তেলের ডিপোর কিছু অংশ ভেঙ্গে গেছে। এ ডিপো থেকে ২৩ জেলায় তেল সরবরাহ হয়ে থাকে। হুমকির মুখে রয়েছে ভৈরবের ৩টি সেতুও। দ্রুত ভাঙন রোধ করা না গেলে বড় ধরণের ক্ষতির আশংকা স্থানীয়দের।
ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড । ১২০ ফুট এলাকা জুড়ে ভাঙনের পাশাপাশি গভীরতাও হয়েছে ৪০ থেকে ৪৫ ফুট। পরিস্থিতি সামাল দিতে জিও ব্যাগ ফেলানো হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী।
ভাঙ্গন কবলিত স্থানে সরকারি বড় বড় স্থাপনা থাকায় জরুরী ভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতির পরিমান যাচাইয়ে কাজ চলছে। তবে বিএডিসি গোডাউন রক্ষা করা এখন প্রথম কাজ বলে জানান প্রশাসনের এ কর্মকর্তা।
দ্রুত ভৈরব শহর ও সরকারি সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে পানি উন্নয়ন বোর্ড এমনটা’ই মনে করেন এ অঞ্চলের মানুষ।