যে কোন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অপচয় রোধ করে জনগনের টাকা সাশ্রয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। অহেতুক প্রকল্প হাতে না নেয়ার নির্দেশনাও দেন তিনি। যারা মেগা প্রকল্পের সমালোচনা করে, তারা জনগণকে পিছিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন সরকার প্রধান। জাতীয় অর্থনীতিক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
বার্ষিক উন্নয়ন বাজেট.. এডিপি নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও এনইসি সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সব খাতে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অপচয় রোধ করতে হবে।
আওয়ামী লীগ সরকার আছে বলেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে জানান, প্রধানমন্ত্রী।
পদ্মাসেতু, রেল লাইন ও বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যারা সমালোচনা করে, তারা দক্ষিণাঞ্চলের মানুষকে পিছিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান, পরিকল্পনা মন্ত্রী।
দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে এই বাজেট সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন এম এ মান্নান।