মেক্সিকো সীমান্তে পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে অর্ধশত মানুষের লাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মেক্সিকো সীমান্তে পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে প্রায় অর্ধশত মানুষের লাশ পাওয়া গেছে।
সান অ্যান্টোনিও শহরে পাওয়া মৃত ব্যক্তিদের সবাই অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কাউন্সিল সদস্য আদ্রিয়ানো রোচা গার্সিয়াকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মৃত ব্যক্তির সংখ্যা ৪৬।
গতরাতে সান অ্যান্টোনিও শহরের উপকণ্ঠে রেললাইনের কাছে আবদ্ধ ওই ট্রাকটি পাওয়া যায়। ওই অঞ্চলে এখন তীব্র তাপদহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।