মেক্সিকোতে পর্যটকবাহী বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
মেক্সিকোয় পর্যটকবাহী একটি বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরে হওয়া ঐ দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বেসরকারি প্রতিষ্ঠানের বাসটি পর্যটকদের সামুদ্রিক এলাকা জেলিসকোর দিকে নিয়ে যাচ্ছিল। এসময় অন্ধকারে নিয়ন্ত্রণ হারান চালাক। এতে বাস গড়িয়ে পড়ে অন্তত ৫০ ফুট গভীর গিরিখাদে।
এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। তাছাড়া স্থানীয় হাসপাতালে চিকিৎসারতদের মধ্যে রয়েছে ১১ শিশু। উদ্ধারকর্মীরা জানান, হতাহতরা সবাই মেক্সিকোর নাগরিক।