মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে র্যাব-১২, র্যাব-৪ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গেলরাতে ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। আসামী শাহাদত হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে। দুপুরে পাঠানো র্যাবের একটি প্রেস বিফ্রিং এর ম্যাধমে র্যাব-১২‘র স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ইলিয়াস খান জানান, ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর হতে ট্রাক চালক জয়নাল হোসেন ও হেলপার রুবেল পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে ৬ আগস্ট উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানার শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং গত ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।