ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর আশঙ্কা
- আপডেট সময় : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
গত কয়েকদিনে ঘটনাস্থলে অন্তত দুই হাজার ছোট ভূমিকম্প হয়েছে বলে মনে করা হচ্ছে। সিরিয়ায় ধীর গতিতে উদ্ধার কাজ হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনো ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। একইসঙ্গে জীবিত মানুষও উদ্ধার হচ্ছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, আপাতত জীবিত মানুষ উদ্ধারের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। কারণ, এক সপ্তাহ ধরে তারা ধ্বংসস্তূপে আটকে। বাঁচার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। তবে যেভাবে দেহ উদ্ধার হচ্ছে, তাতে তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। বস্তুত, তুরস্কে যেভাবে উদ্ধারকাজ চলছে, সিরিয়ায় সেভাবে হচ্ছে না। শুক্রবারের পর মৃতের সংখ্যা জানাতে পারেনি সিরিয়া।
এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় নিহত সাড়ে তিন হাজার মানুষ। তুরস্কের বিশেষজ্ঞ সংস্থার দাবি, সোমবার থেকে শনিবারের মধ্যে তুরস্কে অন্তত দুই হাজার আফটার শক বা ছোট ছোট ভূমিকম্প হয়েছে।
জাতিসংঘের ত্রাণসংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ রোববার দক্ষিণ তুরস্কে গিয়ে পৌঁছেছেন। তিনি সমস্ত ত্রাণের কাজ খতিয়ে দেখছেন।
লুঠপাটের অভিযোগ
এদিকে ভূমিকম্পে কার্যত সব ধ্বংস হয়ে যাওয়ার পর তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে দেদার লুঠপাট শুরু হয়েছে। অভিযোগ, একের পর এক বাড়িতে ঢুকে লুঠপাট চালানো হচ্ছে। দোকানে ঢুকে সব ছিনতাই করে নেয়া হচ্ছে। যে কারণে, দক্ষিণ তুরস্কের একাধিক দোকান রোববার ফাঁকা করে দেন দোকানদাররা। সমস্ত মালপত্র তারা অন্যত্র সরিয়ে নিয়েছেন।
স্থানীয় মানুষের অভিযোগ, আফগান এবং সিরিয়ার উদবাস্তুরা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও অভিবাসন বিষয়ক একাধিক স্বেচ্ছাসেবক সংস্থা এই দাবি মানতে চায়নি। তাদের বক্তব্য, লুঠের সঙ্গে সমস্ত ধরনের মানুষই জড়িত। প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ান এরইমধ্যে একটি ডিক্রি জারি করেছেন। তাতে বলা হয়েছে, লুঠের সঙ্গে যুক্ত থাকলে চারদিন পর্যন্ত জেল হেফাজত হতে পারে। এতদিন লুঠেরাদের একদিন জেলে বন্ধ করে রাখা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, রোববার অন্তত ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, লুঠেরাদের মারধর করার অমানবিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ডয়চে ভেলে