মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ
- আপডেট সময় : ০৫:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় নয় দশমিক ৯৪ শতাংশ। যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য প্রকাশের এই সূচকটি গত বছরের আগস্টে সর্বোচ্চ নয় দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল।
বিবিএস এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার এপ্রিলের নয় দশমিক ২৪ শতাংশের তুলনায় মে মাসে বৃদ্ধি পেয়ে ৯.৯৪ শতাংশে পৌঁছেছে। এপ্রিলে তা ছিল আট দশমিক ৮৪ শতাংশ।
খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটি গত মাসে ২৪ বেসিস পয়েন্ট বেড়ে নয় দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল নয় দশমিক ৭২ শতাংশ।
চলমান তীব্র মূল্যস্ফীতি দেশের সব শ্রেণীর মানুষের জীবনে প্রভাব ফেলেছে। কেউ কেউ জমানো টাকা ভেঙ্গে দৈনন্দিন ব্যয় নির্বাহ করছে। এই মূল্যস্ফীতিই দেশের বর্তমান অর্থনীতিতে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।
ডয়চে ভেলে