মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন কক্সবাজারে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। জঘন্য ওই অপরাধে জড়িতদের যথাযথ বিচার নিশ্চিত করতে তিনি ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন।
এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যার বিষয়ে শুক্রবার দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে অ্যান্থনি ব্লিনকেন আরো বলেন, বিশ্বে রোহিঙ্গা মুসলমানের মানবাধিকার রক্ষায় সাহসী যোদ্ধা ছিলেন মুহিবুল্লাহ। গত ২৯ সেপ্টেম্বর খুন হওয়া রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ জেনেভায় মানবাধিকার কাউন্সিল এবং ২০১৯ সালে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মন্ত্রিপর্যায়ের বৈঠকে কথা বলতে যুক্তরাষ্ট্র সফর করেন। তার সফরের সময় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।