মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ইসলামী দল । জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দোষীদের বিচার করা না হলে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারী দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাঈনুদ্দিন আরিফের প্রতিবেদন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি সমমনা ধর্মভিত্তিক রাজনৈতিক দল।
বাদ জুম্মা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ বিক্ষোভ শুরু হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে নিন্দা না জানানো হলে ভারত দূতাবাস ঘেরাও করা হবে।বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ভারতের পণ্য বয়কট করার ঘোষানাও দেন ইসলামী দলগুলোর নেতারা।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশ ।
এদিকে, মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতে দুই বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় ধর্মপ্রাণ মুসুল্লিরা- বাংলাদেশ সরকার কোনো প্রতিবাদ না করায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিজেপির মূখপাত্র নুপুর শর্মা কটুক্তির প্রতিবাদে জুম্মার নামাজের পর ময়মনসিংহে বিক্ষোভ মিছিল বের হয়।
দিনাজপুরে সকালে শহরের কাঞ্চন ঘাটেও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
জুমার নামাজের শেষে নোয়াখালীর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেন মুসল্লিরা। এসময় বক্তরা বিশ্বের সব মুসলমানদর সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা শহরের নওযোয়ান মাঠে জমায়েত হন। এসময় বক্তারা কটুক্তি করা দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নেয়ার দাবী জানান।
জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে পটুয়াখালীতেও। এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জরো হয়।
সিরাজগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা।দুপুরে জুম্মার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মুসুল্লিরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান। এ সময়ে এ ঘটনার জন্য তীব্র নিন্দাও জানান বক্তারা।
প্রতিবাদে রাজবাড়ীতেও হাজারো ধর্মপ্রাণ মানুষ মানববন্ধন করে।
এছাড়ও গাইবান্ধা, মানিকগঞ্জ, নাটোর ও সুনামগঞ্জসহ এদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।