মুম্বাইয়ের হোটেলে এমপি মোহান দেলকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মুম্বাইয়ের হোটেলে এমপি মোহান দেলকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। দেলকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দাদরা ও নগর হাবেলি থেকে মোহান দেলকার কংগ্রেস থেকে প্রথম ১৯৮৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। পরে কংগ্রেস থেকেই ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে বিজেপি থেকে এমপি নির্বাচিত হন ।পরে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ১৭তম লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।



















