মুম্বাইয়ের একটি ২০তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সকাল সাতটা নাগাদ ভারতের মুম্বাইয়ের তারদেও এলাকায় একটি ২০তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাতটি ওয়াটার জেটিও আনা হয়। অগ্নিকান্ডের কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার সময় দুজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।