মুভি দেখলে, টাকা পাওয়া যায় এমনটা কী কেউ শুনেছেন?
- আপডেট সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পকেটের পয়সা খরচ করে মুভি তো অনেকেই দেখেন! কিন্তু মুভি দেখলে, টাকা পাওয়া যায় এমনটা কী কেউ শুনেছেন? মার্কিন একটি ওয়েবসাইট সংস্থা এক মাস মুভি দেখলে, হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
সিনেমার রিভিউ নিয়ে কাজ করা মার্কিন ওয়েবসাইট সংস্থা রিভিউ ডট ওরগ– সিনেমা প্রেমীদের জন্য এক লোভনীয় প্রস্তাব রেখেছে। আর তা হচ্ছে, টানা এক মাস ডিজনি প্রডাকশনের তৈরি ছবি দেখে মতামত জানালে, মিলবে এক হাজার ডলার।
নভেম্বরে যাত্রা করছে ডিজনি’র লাইভ স্ট্রিমিং সার্ভিস–ডিসনি প্লাস। মুক্তি পাবে স্টার ওয়ার্স: ম্যানডালোরিয়ান, হাই স্কুল মিউজিক্যাল, লেডি এ্যান্ড দ্যা ট্রাম্পের মতো ডিজনি’র নতুন সব ওয়েব ছবি আর মিনি সিরিজ। দর্শকদের টানতেই লোভনীয় অফার দিয়েছে রিভিউ ডট অর্গ।
দর্শক রিভিউ করে ৫ জনকে পুরস্কৃত করবে রিভিউ ডট ওরগ। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিজয়ীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ।
এখানেই শেষ নয়, বিজয়ী ৫ জনই ফ্রি পাবেন ডিজনি প্লাসের ১ বছরের সাবস্ক্রিপশন।