মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ নিহত-৪, আহত ১৮
- আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৮জন
সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহতরা তারা হলেন, সাইফুল ইসলাম, হাজেরা বেগম,আরিফ ও এক অজ্ঞাত নারী। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, বিকল হওয়া একটি ট্রাকের পেছনে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে..দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে আরও চার যাত্রীর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সকালে আঞ্চলিক সড়কের উচিৎপুর এলাকায় দিনাজপুরগামী একটি অটোরিকশাকে বিপরীতমুখী একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।