পুলিশ জানায়, গতরাতের কোন একসময়ে দোগাছি বাজারের মামুন ষ্টোরের মালিক মামুন শেখ আত্মহত্যা করেছে। মামুনের বাড়ী পদ্মা নদীর ভাংগনে বিলিন হওয়ার পরে দোগাছিতে শশুর বাড়ীতেই থেকে ব্যবসা পরিচলানা করতো সে। পুলিশ জানায়- মামুনের ছেলে সৌরভ সকালে দোকানে ভাত দিতে আসে। এ সময়ে দোকান ভেতর থেকে দোকান বন্ধ দেখে জানালা দিয়ে দেখে মামুন পরে আছে।
Add A Comment