মুন্সিগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত ১ জন; আহত আরো ২৫
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে যানজটে দাঁড়িয়ে থাকা অটোরিকশাগুলোকে ট্রাক চাপা দিলে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সাত গজ যাওয়ার পর মুখোমুখী দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে অবশেষে থামে ট্রাকটি।
বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। দুর্ঘটনায় নিহত নারীর নাম রুনা আক্তার। ট্রাফিক পুলিশ জানান, নারায়ণগঞ্জ থেকে সারবোঝাই একটি ট্রাক মুন্সিগঞ্জের মিরকাদিমের দিকে যাচ্ছিল। মুক্তারপুর সেতুর ওপর এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা চারটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, চার-পাঁচটি ব্যাটারিচালিত রিকশা এবং একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।