মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ আহত হন কয়েকজন।
সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ খান ওই গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামের আধিপত্য নিয়ে মামুন হালদার-নজির হালদার গ্রুপের সঙ্গে আহমদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাত থেকে বিবাদে জড়ান দুই গ্রুপের সমর্থকরা। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র পরিণত হয় গ্রাম দুটি। এতে দু’জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০/১২টি বাড়িঘর। বর্তমানে গ্রাম দুটিতে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।