মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ৫০ কোটি টাকার মাদক আইসসহ ৫ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৯২৭ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ৫০ কোটি টাকার মাদক আইসসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রেব। এখন পর্যন্ত জব্দ হওয়া চালানের মধ্যে এটি সবচেয়ে বড়।রাজধানীর কারওয়ান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
প্রায় এক বছর ধরে মিয়ানমার থেকে নতুন মাদক আইস নিয়ে আসতো এই চক্রটি। নৌ-পথে মিয়ানমার থেকে সোনাদিয়া দ্বীপ হয়ে হাতিয়া এবং মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও বরিশাল এলাকা ব্যবহার করে, কোটি কোটি টাকার মাদক দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় কারবারিরা।
বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১২ কেজি আইসসহ এই চক্রের মূলহোতা ও অন্য চারজনকে গ্রেপ্তার করে রেব। তারা জানায়, ৫-৭ বছর ধরে মাদক বিক্রির সঙ্গে চক্রটি জড়িত।
মিয়ানমার থেকে মাদক আসার পর সোনাদিয়া দ্বীপে জেলে সেজে অবস্থান নিতো চক্রটি। পরে, লাল-সবুজ লাইটের সিগনালের মাধ্যমে নৌযান শনাক্ত হলে সংগ্রহ করা হতো মাদক। সেগুলো সংরক্ষণ করা হতো লবন ব্যবসায়ী জসিমের গুদামে।
তাদের কাছ থেকে চেতনানাশক মাদক, ২টি বিদেশি পিস্তল, দেড় লাখ টাকা এবং ১ লাখ বার্মিজ মুদ্রা জব্দ করেছে রেব।
























