মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির নতুন মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়।
মুজিবুল হক চুন্নু ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর কে হবেন জাতীয় পার্টির নতুন এই মহাসচিব এই নিয়ে দলের ভেতর এবং বাইরে সিনিয়র কয়েকজন নেতার দৌঁড়ঝাপ শুরু হয়। মুজিবুল হক চুন্নুকে নতুন মহাসচিব ঘোষণার পর সেই তৎপরতার অবসান ঘটলো।