মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে সাজ সাজ রব
- আপডেট সময় : ০৫:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
কাল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিনটি ঘিরে মেহেরপুর জুড়ে সাজ সাজ রব। চলছে মঞ্চ তৈরির কাজ। আইনশৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। জনপ্রশাসন মন্ত্রী বলছেন, এদিন এখানে উপস্থিত হবেন অর্ধলক্ষাধিক নেতা-
১৯৭১ সালের ১৭ এপ্রিল…….এদিন মুজিবনগর আম্রকাননে শপথ নেন বাংলাদেশর প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণের পর তৎকালীন বদ্যিনাথতলা আজকের মুজিবনগর। সে থেকেই দিনটি পালিত হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস নামে।
মুজিবনগর দিবস উপলক্ষে এবারও পুরো মেহেরপুরে সাজ সাজ সাজ রব। চলছে স্মৃতিসৌধের ধোয়ামোছার কাজ। প্রস্তুত শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা, কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনটি আয়োজন উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রচন্ড গরম মোকাবিলায় রাখা হয়েছে সব ধরণের ব্যবস্থা। অতিথিদের জন্য নিরাপত্তাসহ রাখা হয়েছে সব আয়োজন।