মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ ৪ জনের মধ্যে মা ও তার শিশু সন্তান মারা গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ ৪ জনের মধ্যে মা ও তার শিশু সন্তান মারা গেছে। তারা হলেন প্রিয়াংকা ও তার শিশু সন্তান অরুপ।
সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রিয়াঙ্কা শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।