মুখোশধারী দুর্বৃত্তের হামলার শিকার সিরাজগঞ্জ চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খানকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী এক দুর্বৃত্ত।
সকালে চান্দাইকোনা বাজারে চা-নাস্তা খেয়ে বাড়িতে যান হান্নান খান। তিনি নিজ ঘরে ঢোকার পর হঠাৎ মুখোশধারী এক দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বেশ কয়েক স্থানে জখম করে পালিয়ে যায়। এসময় তার স্ত্রীর চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেবার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসা সেখানে দেয়া হচ্ছে। তবে তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।