মুখে সাম্প্রদায়িক-সম্প্রীতির কথা বললেও, বাস্তবে সংখ্যালঘুদের রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত রিপোর্ট তা প্রমাণ করে বলেও মনে করেন তিনি। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের নেতারা।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত রিপোর্টে প্রমাণ করে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।
এর আগে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপপলস পার্টির আলোচনায় অংশ নেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দাবি করেন তিনি।
এমন দু:সহ পরিস্থিতি উত্তরণে আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।