ময়মনসিংহের মুক্তাগাছায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলার নন্দীবাড়ী মাঠে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মরহুম রিয়াজ উদ্দিন সিরাজ স্মৃতি সংসদের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন। তিনটি পর্বে বিজয়ী ৯টি ঘোড়া নিয়ে দৌড় অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে জামালপুরের হাজী নজরুলের ঘোড়া চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।