মিয়ানমারে হামলায় ৪ দিনে অন্তত ১১৪ জন জান্তা সেনা নিহত
- আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
মিয়ানমারে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনীর হামলা দেশটির সেনাবাহিনীর ওপর জোরদার করেছে। চার দিনে দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১১৪ জন জান্তা সেনা নিহত হয়েছে। শুক্রবার সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস ও কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে সরকারের বর্ডার গার্ড ফোর্সেসের ওপর একাধিক হামলা চালিয়েছে। কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে এই হামলা চালানো হয়। কারেন ও চিন রাজ্যের সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং তানিন্থারি অঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় ৪ হাজার নাগরিক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে শুরু হয় অশান্তি। ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহ দেখা দেখা মিয়ানমার জুড়ে।