মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় নির্বাচন কমিশনের উপ-প্রধান নিহত
- আপডেট সময় : ০৩:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় দেশটির নির্বাচন কমিশনের উপ-প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই কর্মকর্তার নাম সাই খও থু। গতকাল ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটে। সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করে সেনাবাহিনী জানায়, স্বঘোষিত বেসামরিক পিপলস ডিফেন্স ফোর্সেস’র যোদ্ধারা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র রাজনৈতিক দল ন্যাশাল লীগ ফর ডেমোক্রেসি-এনএলডি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তার একমাসের মধ্যেই নিহত হলেন নির্বাচন কমিশনের উপ-প্রধান। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সু চি-কে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই ভিন্নমতের বিরুদ্ধে রক্তক্ষয়ী ও দমন-পীড়নমূলক শাসন কায়েম করে জান্তা।
পাল্টা প্রতিরোধ করতে গড়ে উঠে পিপলস ডিফেন্স ফোর্স। তারাই মিয়ানমারের জান্তা পন্থীদের বাছাই করে হত্যা করছে বলে দাবি সেনাবাহিনীর। কিছুদিন আগে সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় জান্তা। ওই ঘটনায় নারী, শিশু ও সাংবাদিকসহ নিহত হন অন্তত ১০০ জন।