মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬০ জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত

- আপডেট সময় : ০৮:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের বাগো শহরে সামরিক সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬০ জন বেসামরিক মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন।
রাজধানী ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শহরটিতে শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করা হয়। রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরিয়ে দেয়া হয়। এদিকে সামরিক সরকারের দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানান জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন। এছাড়া সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিদেশি বিনিয়োগ বন্ধেরও আহ্বান জানান তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকে প্রায় প্রতিদিন মিয়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। জান্তাবিরোধী আন্দোলনে দেশটিতে এখন পর্যন্ত নারী-শিশুসহ ছয় শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে।