‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৭১৭ বার পড়া হয়েছে
‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেল ভারত। এবারও খেতাবটি ছিনিয়ে নিলেন এক পাঞ্জাবি মেয়ে । এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন। হারনাজ তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতে নিলেন।
২১ বছর বয়সি হারনাজ সান্ধু এ বছর ৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। নির্বাচকরা তাকে বিমুখ করেননি। ইসরাইলের একটি শহরে এ বছরের মিস ইউনিভার্সে বিশ্বের সব সুন্দরীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট উঠে হারনাজের মাথায়।
হারনাজের সঙ্গে সেরা তিনের লড়াইয়ে ছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে। প্রতিযোগীদের এক প্রশ্নের জবাবে হারনাজ জানান, বর্তমান সময়ে তরুণীদের নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী হারনাজ ২০১৭ সালে মডেলিং শুরু করেন। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। গাইনি চিকিৎসক মায়ের অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে বলে জানান তিনি ।























