মিশরের রাজধানী কায়রোর একটি কাপড়ে কারখানায় আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মিশরের রাজধানী কায়রোর একটি কাপড়ে কারখানায় আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় আহত হয়েছে ২৪ জন। চার তলার ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আগুন নেভাতে ১৫টি অগ্নিনির্বাপন গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। আন্তর্জাতিক গনমাধ্যমগুলি জানায় ব্যাপক ধোঁয়ায় ঐ এলাকা ছেয়ে গেছে। আশেপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি মিশরে অগ্নিকাণ্ডের হার বেড়েছে। ২০১১ সালে দেশটিতে বিপ্লবের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ চলছে। গত মাসে গিজা শহরেও লাইসেন্সবিহীন একটি জুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটে।