বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় সংক্রমিত হয়েছেন। দু’জনই তাদের রাজধানীর উত্তরার বাসায় আছেন।
মহাসচিব ও তার স্ত্রী দু’জনই করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কয়েকদিন ধরে মহাসচিবসহ তার স্ত্রী অসুস্থ্য বোধ করছিলেন। গত রোববার স্ত্রী রাহাত আরা এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। স্কয়ার হাসপাতালের করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা চলছে। ডাক্তারের পরামর্শে রাজধানীর উত্তরার বাসায় তারা আইসোলেশনে আছেন। খুশখুশি কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।