মির্জা ফখরুলের সঙ্গে কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলরের বৈঠক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫০৫ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কানাডার প্রতিনিধিকে অবহিত করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেট লি।
বিএনপি’র পক্ষে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল। আলোচনা শেষে শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, কূটনৈতিক বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাবিথ আউয়াল জানান, আগামী জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কাউন্সিলরকে জানানো হয়েছে। এছাড়া, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তাবিথ। খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে।