মির্জা ফখরুলকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত
- আপডেট সময় : ১১:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মর্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাকে কারাগারে রাখার আবেদন করে। শুনানী শেষে রাত পৌনে ১০টায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। মির্জা ফখরুলকে আদালতে নেয়ার পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তারা দলীয় মহাসচিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। হরতাল চলাকালে সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।