মির্জাপুরে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুরে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
সকালে পাটকেলঘাটা থানার ওসি বিশ্বজিত কুমার এ তথ্য জানান। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাক থানায় নেয়া হয়েছে।
এদিকে..মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে রয়েল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী ওই বাসের ধাক্কায় নিচে পড়ে যান। এতে শামীম বাসের চাকায় পৃষ্ট হয়ে জখম হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।