মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সে আবাসন মেলার আয়োজন
- আপডেট সময় : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী সময়ে ভঙ্গুর আবাসন খাতকে চাঙ্গা করার লক্ষে মিরপুরের ডিওএইচএস শপিং কমপ্লেক্সে আবাসন মেলার আয়োজন করেছে প্রোপার্টি প্লাস ইভেন্টস অ্যান্ড দ্যা মাউন্টেইন। মেলার উদ্বোধন করেন, মিরপুর ডিওএইচ-এর সভাপতি সাবেক সেনা কর্মকর্তা একে এম মাহফুজুল হক।
মেলায় দেশের স্বনামখ্যাত ২০টিরও বেশি আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রোপার্টি প্লাস ইভেন্টস-এর সিইও মোহাব্বত খান জানান, করোনা পরবর্তী সময়ে ভঙ্গুর আবাসন খাতকে চাঙ্গা করার লক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে ঢাকার পুর্বাচল এবং কক্সবাজারে প্লট বুকিং দিলেই গ্রাহকদের ঢাকা-কক্সবাজার ফ্রি এয়ার টিকেট দিচ্ছে ইউরো বাংলা সিটি লিমিটেড। করোনা মহামারীর কারণে পিছিয়ে পড়া দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান। এই আবাসন মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।