মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ১শ’ সদস্য বান্দরবনে আশ্রয় নিয়েছে
- আপডেট সময় : ১২:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সীমান্ত এলাকায় ক’দিন ধরেই মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ের তীব্রতা বেড়েছে। লড়াইয়ের মধ্যে রোববার থেকে এ পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ১শ’ সদস্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় এসে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ জন গুলীবিদ্ধ। সবাইকে নিরস্ত্র করে হেফাজতে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গোলায় আহত হয়েছেন প্রবীর ধর ও রহিমা বেগমসহ তিন বাংলাদেশী। স্থানীয় লোকজন জানান, মিয়ানমারে দুই পক্ষের লড়াইয়ের সময় মর্টার শেল ও গুলি এসে পড়ছে বাংলাদেশের গ্রামগুলোতে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুমের কয়েকটি গ্রামের বাসিন্দারা এরই মধ্যে আতঙ্কে এলাকা ছেড়েছেন। সবশেষ রোববার সকালে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ির তিন বাংলাদেশী আহত হন। এর আগের রাতে মর্টার শেল পড়ে এক বাংলাদেশীর ঘরে আগুন ধরে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি সড়কে যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।