মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু
- আপডেট সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় হাজার হাজার মিয়ানমারবাসী সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে শুরু হয় অশান্তি। ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহ দেখা দেখা মিয়ানমার জুড়ে।
এরই মধ্যে মিয়ানমারের ৪ হাজার নাগরিক থাইল্যান্ডের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। তাক প্রদেশের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা এক সীমান্ত চৌকিতে হামলার পর যুদ্ধ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার থেকে অনেকে সীমান্ত অতিক্রম করছে এবং কেউ কেউ এখনও পথে অপেক্ষা করছেন। মিয়ানমার সামরিক বাহিনীর বোমা হামলা এবং স্থল হামলায় বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
পুড়িয়ে দেয়া হয়েছে গোটা গ্রাম। এর আগে গত সপ্তাহে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে সেনাবাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়। মিয়ানমার সেনাবাহিনী বলছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে তারা।