মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের ৬ বছর আজ
- আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের ৬ বছর আজ। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। সকালে উখিয়া-টেকনাফের ১২টি ক্যাম্পে আলাদাভাবে প্রত্যাবাসনের অগ্রগতি চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারকে চাপ প্রয়োগে নানা দাবী তুলে ধরেন রোহিঙ্গারা। অন্যদিকে, মিয়ানমারের অসহযোগিতার কারণে ৬ বছর ধরে ঝুলে আছে বহুল কাংখিত প্রত্যাবাসন প্রক্রিয়া। এতে চরম ক্ষুব্ধ স্থানীয়রা।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর গত ৬ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। ফলে রোহিঙ্গা আর বাংলাদেশ উভয়েই এখন চরম সংকটে।
স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের প্রতি যে মানবতা দেখানো হয়েছিলো, তা ধরে রাখতে পারেনি তারা। বিগত সময়ে অপহরণ, খুন,মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়ায় রোহিঙ্গারা। এমন বাস্তবতায় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে কক্সবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এদিকে প্রত্যাবাসনের বিষয়ে দু’বার মিয়ানমারের প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনে এসে কথা বলেন রোহিঙ্গাদের সাথে। পরবর্তীতে রোহিঙ্গাদের প্রতিনিধি দলও মিয়ানমার ঘুরে আসে। কিন্তু ফিরে এসে রোহিঙ্গারা জানান, এই প্রক্রিয়ায় তারা ফিরে যাবেন না। ফলে আবারও আটকে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে সুন্দর পরিবেশ পেলে মিয়ানমারে ফিরতে প্রস্তুত রোহিঙ্গারা।
এদিকে..প্রত্যাবাসনের বিষয়ে আশার বাণী শোনাচ্ছে শরণার্থী কমিশন। তারা বলছে, ইতোমধ্যে উত্তর মংডু থেকে উৎখাত হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। নিজগ্রামে পুর্নবাসন, স্বাধীনভাবে জীবনযাপনসহ রোহিঙ্গাদের দাবী অনুযায়ী সব সুযোগ সুবিধা দেয়ার আশ্বাসও দিচ্ছে দেশটি। শীঘ্রই মিয়ানমারের আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
২০১৮ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা।