মিমের শিক্ষাজীবন শেষ!
- আপডেট সময় : ১২:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আজ (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে শেষ হলো তার শিক্ষাজীবন।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে সনদ বুঝে নেওয়ার মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে মিম লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজ। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন। আজ আমার কনভোকেশনের দিন।
সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কথা আমরা সবাই জানি।’
কৃতজ্ঞতা প্রকাশ করে মিম লিখেছেন, ‘আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে যারা পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন।’
এরপর তিনি আরও লিখেছেন, ‘মিডিয়ায় কাজ করে একইসঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেইসব সহপাঠীদের যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয়ে আমাকে সাহায্য করেছে যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়।’
সবশেষে জীবনের প্রাপ্তিগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিম। ধন্যবাদ জানান পিতা-মাতা ও সৃষ্টিকর্তাকে। এ সময় সবার কাছে নিজের জন্য দোয়া চান এই তারকা।
উল্লেখ্য, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘পরাণ’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফী।