মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ব্যবহার করা হলে, পরিণতি ভয়াবহ হবে : অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
মিথ্যা তথ্য দিয়ে আদালতকে ব্যবহার করা হলে, পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এমন অপরাধে বেসরকারি প্রতিষ্ঠান এফএমসি ওটু লিমিটেডের কাছ থেকে ১ কোটি টাকা জরিমানা আদায় সবার জন্য কঠোর সতর্কবার্তা। তিনি জানান, প্রতারণার মাধ্যমে হাইকোর্ট থেকে আদেশ নেয়ায়, চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠানটির কাছ থেকে এই জরিমানা আদায় বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত।
চট্টগ্রাম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান এফএমসি ওটু। জয়েন্ট স্টক কোম্পানির নথিভূক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি তালিকা থেকে অব্যাহতি পেতে দেওয়ানি আদালতে মামলা করবে, এমন শর্তে হাইকোর্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের উপর স্থগিতাদেশ নেয়। এর মাঝে ৪ বছর পেরিয়ে গেলেও, হয় না মামলা, বাড়ে শুধু হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি বিচারের মুখোমুখি করার নির্দেশ দেয় হাইকোর্ট।
উচ্চ আদালতের কঠোর অবস্থানের পর প্রতিষ্ঠানটি যায় আপিল বিভাগে। কিন্তু জরিমানার অর্থ জমা সাপেক্ষে অভিযোগ থেকে অব্যাহতি দেয় সর্বোচ্চ আদালত।
নজিরবিহীন প্রতারণার বিরুদ্ধে উচ্চ আদালতের সিদ্ধান্ত সবার জন্য কঠোর সতর্কবাতা বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
মিথ্যা তথ্য দিয়ে যারা আদালতকে ব্যবহার করে, এবার তারা সতর্ক হবে বলেও আশা করেন এম আমিন উদ্দিন।