মিতু হত্যা মামলা : পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায়, স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামী করে পিবিআইয়ের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
বাবুল আক্তারের উপস্থিতিতে শুনানি শেষে অতিরিক্ত চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত অভিযোগ পত্র গ্রহণের পর পলাতক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসময় পিবিআইয়ের দেয়া চার্জশিটের ওপর নারাজির আবেদন করেন বাবুল। আদালত বাবুলের আবেদন খারিজ করে দেয়। এর আগে ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পিবিআই। ২০১৬ সালের ৫ জুন, সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছুড়িকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।