মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলায় কোর্টে হাজির করে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ক্যাসিনো ব্যবসায়ী রাজধানীর মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলায় কোর্টে হাজির করে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।
সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো: সালেহ্ আহমদ এর আদালতে হাজির করে শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। বুধবার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হতে পারে। গত ১২ অক্টোবর রেবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ১১ অক্টোবর রেবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।